খাগড়াছড়িতে বিজিবি-বিএসএফ’র বৈঠক

0

শ্যামল রুদ্র, রামগড়(খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড়ে বৃহস্পতিবার বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয় । রামগড় পৌর মিলনায়তনে শুরু হওয়া সৌজন্য বৈঠকটি বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহা পরিচালক মো. আল মাসুম পিএসসি অপর দিকে বিএসএফ’র ৮সদস্য বিশিষ্ট দলের প্রধান ছিলেন,ত্রিপুরা ফ্রন্টিয়ার হেড কোয়ার্টারের আইজি এস আর ওঝা।

এর আগে বিএসএফ প্রতিনিধি দলটি নৌকায় ফেনী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রামগড়ে অবস্থানের সময় বিএসএফ কমান্ডারেরা বিজিবি জম্ম স্মৃতিসৌধ পরিদর্শন করেন।

বিজিবি প্রতিনিধি দলের সদস্য সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর এই প্রতিনিধিকে জানান,আজকের বৈঠকটি মূলত সৌজন্যমূলক। আমাদের আমন্ত্রনে তাঁরা এসেছে। কেননা ইতিপূর্বে ভারতে এ ধরনের একটি বৈঠক হয়েছে। আজকের বৈঠকের সুনির্দিষ্ট কোন এজেন্ডা নেই।

বিজিবি দলের অন্য সদস্যরা হলেন, গুইমারা বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো.আবদুল্লা আল মামুন পিএসসি,খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন , ৪৩,বিজিবি পরিচালক লে.কর্নেল জাহিদুর রশীদ পিএসসি, দক্ষিণ-পূর্ব রিজিয়নের বিজিবি নোডাল অফিসার লে.কর্নেল এ আর এম নাসির উদ্দিন একরাম বিজিবিএম,পিএসসি এবং ৪৩,বিজিবি স্টাফ অফিসার সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর।

অন্যদিকে, বিএসএফ দলের অপর সদস্যরা হলেন, ডিআইজি দিনেশ কুমার বোরা, ডিআইজি মৃতুঞ্জয় কুমার,ডিআইজি চন্দ্র প্রকাশ সাক্সসেনা, ৫১ বিএসএফ কমান্ড্যান্ট গিরিধারী লাল মীনা, ডেপুটি কমান্ড্যান্ট সৌরভ শ্রীবাস্তব, ডেপুটি কমান্ড্যান্ট রিশি কুমার এবং ডেপুটি কমান্ড্যান্ট সত্যেন্দর সিং বিশ্ট ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.