টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ

0

সিটিনিউজবিডিঃ শেষ ছয় টেস্টের পাঁচটিতেই সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। সময়টা দারুণ কাটছে স্টিভ স্মিথের । সবশেষটি সেঞ্চুরীটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে। এবার নিজের পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন স্মিথ। আইসিসির নতুন প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে কুমার সাঙ্গাকারাকে টপকে শীর্ষে উঠেছেন স্মিথ। গত জানুয়ারি থেকে শীর্ষে অবস্থান করছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান সাঙ্গাকারা। এবার তার জায়গাটি দখল করে নিলেন স্মিথ। ২০১২ সালে মাইকেল ক্লার্কের পর এই প্রথম কোনো অস্ট্রেলীয় ব্যাটসম্যান টেস্ট র‌্যাঙ্কিংয়ের  শীর্ষে উঠলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিলেন স্মিথ। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন তিনি। বিশেষ করে জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন ১৯৯ রানের মহাকাব্যিক এক ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে অপরাজিত ছিলেন এই অসি ব্যাটসম্যান। টেস্টের ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে এখন ৯১৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন স্মিথ। ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাঙ্গাকারা। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে এবি ডি ভিলিয়ার্স তিনে ও ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে হাশিম আমলা রয়েছেন চতুর্থ স্থানে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.