ডাবল স্ক্রিনের স্মার্টফোন

0

বিশ্বে এই প্রথমবার দুমুখো স্ক্রিনের স্মার্টফোন আনল ইয়োতা ডিভাইস সংস্থা। নাম YotaPhone 2 । মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনটির প্রি-বুকিং শুরু হল। ফোনটির বৈশিষ্টই হল এর দুমুখো স্ক্রিন। সামনের দিকে সাধারণ স্ক্রিন, পিছন দিকে ব্যাটারি লাইফ, ঘড়ি-সহ অন্যান্য উইজেটসগুলি। এর ফলে ব্যাটারি লাইফ বাঁচবে বলেই দাবি নির্মাণকারী সংস্থার। ফোনটি বাজারে আনল ইয়োটা ডিভাইস সংস্থা। ৫০০ ডলারের বিনিময়ে ফোনটির প্রি-বুকিং করতে হবে। করলেই মিলবে বুকমেট-এ তিন মাসের ফ্রি সাবস্ক্রিপশন ও একটি বিশেষ কভার।

ফোনটির বৈশিষ্টও আর পাঁচটা সাধারণ স্মার্টফোনের থেকে আলাদা। ৫ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন ফুল এইচ ডি সাপোর্টেড। কোয়ালকম স্ন্যাপড্রাগন ২.২ গিগাহার্ৎজ প্রসেসর-সহ এই ফোনে রয়েছে ২ জিবি র‍্যাম। ইয়াটোফোন ২-এর ইন্টারনাল মেমোরি ৩২ জিবি। ফোনটিতে ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের। ব্যাটারি ২৫০০ মিলি অ্যাম্পিয়ারের। আগামী অগাস্ট মাসে ফোনটি বাজারে আসছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.