নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে নাছির সভাপতি

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদঃ বহুল প্রত্যাশিত ও ব্যাপক প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নাজিরহাট বাজার অাদর্শ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এতে চেয়ার প্রতীক নিয়ে মাত্র ৩ ভোটের ব্যবধানে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, তাঁর প্রাপ্ত ভোট ৪০৯। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাতা প্রতীকের মৌ: মো. নাছির উদ্দীন পেয়েছেন ৪০৬ ভোট। হারিকেন প্রতিকের প্রার্থী দিদারুল অালম পেয়েছেন ১১৭ ভোট।

দেওয়াল গড়ি প্রতীক নিয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন অানোয়ার হোসেন অাজম, তাঁর প্রাপ্ত ভোট ৫৬২। তার নিকটতম প্রতিদ্বন্ধী টেবিল প্রতীকের মো. জাহাঙ্গীর অালম পেয়েছেন ৩৩১ ভোট। জগ প্রতীক নিয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জানে অালম মজুমদার, তাঁর প্রাপ্ত ভোট ৫০৭। তার নিকটতম প্রতিদ্বন্ধি কলসি প্রতীকের মঈন উদ্দিন পেয়েছেন ৩৫০ ভোট।

কম্পিউটার প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শহীদুল্লাহ, তাঁর প্রাপ্ত ভোট ৫১১। বই প্রতীকের নিকটতম প্রতিদ্ধন্ধি মো. অালমগীর পেয়েছেন ৩১৮ ভোট। কোষাধ্যক্ষ পদে তালা চাবি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মনজুর মিয়া, তাঁর প্রাপ্ত ভোট ৪৬৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী দোয়াত কালি প্রতীকের প্রভাস কুমার দে পেয়েছেন ৩৭২ ভোট।

দপ্তর সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে এমরান হোসেন ৫১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাঘ প্রতীকের মুহাম্মদ মাসুদ পেয়েছেন ৩০০ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফুটবল প্রতীকের মো. মনির হোসেন পেয়েছেন ৩৫০ ভোট।

সমাজ কল্যাণ পদে টুপি প্রতিক নিয়ে ইকবাল হোসেন টিটু ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি কবুতর প্রতীকের অানোয়ার পারভেজ পেয়েছেন মো. ৩২৭। প্রচার সম্পাদক পদে মো. নাছির উদ্দীন মোটর সাইকেল প্রতীক নিয়ে ৬২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নাজিম উদ্দীন মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৮।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ৫ জন যথাক্রমে পান প্রতীকের সোলায়মান, তাঁর প্রাপ্ত ভোট ৭৪৪। মোরগ প্রতীকের নুরুল অালম (মুন্সী মিয়া), তার প্রাপ্ত ভোট ৬৪২।  কাঠাল প্রতীকের মো. শফিউল অালম, তার প্রাপ্ত ভোট ৫৩৬।অাম প্রতিকের নুরুল হুদা, তার প্রাপ্ত ভোট ৫০৯। অাপেল প্রতীকের মো. হেলাল উদ্দীন চৌধুরী, তাঁরপ্রাপ্ত ভোট ৪৮৯।

বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় নাজিরহাট জে.এম অাহমদিয়া কামিল এম. এ মাদ্রাসা মিলনায়তন থেকে অানুষ্টানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারণ সম্পাদক মনোনীত হন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহ জালাল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.