পল্টন হত্যার বিচার দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

0

কারেন্ট টাইমসঃ ২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আহুত জাতীয় সমাবেশে বোমা হামলায় হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২০ জানুয়ারী) অনুষ্ঠিত এ সমাবেশে পার্টি নেতৃবৃন্দ বলেন, ২০০১ এর পর থেকে অনেক সময় পার হয়েছে বটে, কিন্তু কোন সরকারই এই হত্যাকান্ডের কোন বিচার করেনি। কোন সরকার আন্তরিক নয় এই ব্যাপারে। বিচারহীনতার এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই ধরণের হত্যাকান্ডসহ আরো নানা রকম অপরাধকর্ম বৃদ্ধি পেতে থাকবে। সমাজে অশান্তি ও নিরাপত্তাহীনতা আরো বাড়বে। সরকারের নিস্ক্রিয়তা এবং উদাসীনতার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মৃনাল চৌধুরী, ভারপ্রাপ্তব সভাপতি আব্দুল নবী, সাধারন সম্পাদক অশোক সাহা, মছিউদ্দোলা,অমৃত বড়ুয়া প্রমুখ। সমাবেশের পর পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.