সামনে ভারতের বিপক্ষে ‘বাংলাওয়াশে’র হাতছানি

0

সিটিনিউজবিডি  :    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম এবং বিরলতম এই সিরিজ জয়ে উজ্জীবিত পুরো বাংলাদেশ শিবির। এবার তাদের সামনে ক্রিকেটের প্রবল পরাক্রমশালী ভারতের বিপক্ষে ‘বাংলাওয়াশে’র হাতছানি। আর ভারতের সামনে লজ্জ্বা ঢাকার শেষ সুযোগ।

প্রশ্ন ছুটে এলো, আপনারা তো ‘বাংলাওয়াশে’র সামনে দাঁড়িয়ে। এ মুহূর্তে বিষয়টা নিয়ে কি ভাবছেন? অশ্বিন জবাব দিলেন, ‘বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। পাকিস্তান সিরিজে ভালো করেছে। তাদেরকে হোয়াইটওয়াশ করেছে। যে ধারাবাহিকতা বাংলাদেশের, সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজেও ভালো করবে। এমনও হয়তো হবে, আমরাও বাংলাওয়াশের শিকার হতে পারি।’

বাংলাওয়াশ নিয়ে এতটাই আতঙ্কিত ভারতের এই স্পিনার। এর আগে ক্রিকেট ক্যারিয়ারে এতটা আতঙ্ক ভারতীয়দের কখনও গ্রাস করেছিল বলে কারও জানা নেই। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও তারা সিরিজ হারে, হোয়াইটওয়াশ হয়। কিন্তু সেটা তো আর বাংলাদেশের বিপক্ষে সিরিজের মত নয়। মান আর শক্তিতে অস্ট্রেলিয়া ডের এগিয়ে ভারতের চেয়ে। এ কারণে অনুভূতির মাত্রাটাও ভিন্ন। কিন্তু একি পরিবর্তিত বাংলাদেশকে দেখছে ভারত! নিজেদের চোখকেই যেন বিশ্বাস করাতে পারছে না অশ্বিনরা।

ভারতের ড্রেসিং রুমও অশান্ত হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিষয়টা উঠেছিল অশ্বিনের সামনেও। তিনি বিষয়টা এড়িয়ে গিয়ে বললেন, ‘না আমাদের ড্রেসিং রুম শান্তই আছে। কোন সমস্যা নেই।’

বাংলাদেশ দলের এমন সাফল্য কিভাবে, কোন চোখে দেখছেন ভারতীয় স্পিনার? ‘বাংলাদেশ সম্প্রতি বেশ ভালো ক্রিকেট খেলছে। দারুন ধারাবাহিক। দলেটিতে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারের সমন্বয় ঘটেছে। বিশেষ করে তাদের পেস ডিপার্টমেন্টটা অনেক পরিবর্তণ হয়ে গেছে। যেটা আমাদের সমস্যায় ফেলছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.