অস্ট্রেলিয়ার নাগরিক আইন সংশোধন হচ্ছে

0

সিটিনিউজবিডি : যেসব দ্বৈত নাগরিক সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিয়ে লড়াই করছে তারা যাতে অস্ট্রেলিয়ায় ফিরে আসতে না পারে সেজন্য নাগরিক আইনে সংশোধনী আনতে যাচ্ছ অস্ট্রেলিয়া। মঙ্গলবার প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ ঘোষণা দিয়েছেন।

অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্ব পাওয়া যেসব অস্ট্রেলিয় সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দিয়ে লড়াই করছে তারা যাতে দেশে ফিরতে না পারে তা নিশ্চিত করতে নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। এসব নাগরিকদের কাছ থেকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব কেড়ে নেয়া হবে। বুধবার সংসদে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ অ্যাক্টের সংশোধনী উত্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী টনি অ্যবট মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, যে ১শ ২০জন অস্ট্রেলিয় মধ্যপ্রাচ্যে আইএসের হয়ে লড়ছে তাদের অর্ধেকের ওপর আইনটি প্রয়োগ করা হবে।

তিনি বলেন, ‘এই আইন অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট-২০০৭ এর আধুনিকায়ন করবে। যেসব দ্বৈত নাগরিক আইএসের হয়ে লড়াই করছে অথবা জঙ্গি সংগঠনের মাধ্যমে অনুপ্রানিত হয়ে সন্ত্রাসবাদে সংশ্লিষ্ট থাকবে তারা স্বয়ংক্রিয়ভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব হারাবে-এই আইন সেটি নিশ্চিত করবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.