হালিশহরে রিক্সার ধাক্কায় পিইসি পরীক্ষার্থী নিহত

0

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর হালিশহরে রিকশায় চড়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) কেন্দ্রে যাওয়ার সময় ব্যাটারী চালিত রিক্সার ধাক্কায় মারা গেছে পিএসসি পরীক্ষার্থী মোসাম্মৎ সুমনা আকতার। আহত হয়েছে সঙ্গে থাকা আরেক পরীক্ষার্থী পিংকি আকতার (১১)।

আজ সোমবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বন্দর থানাধীন বন্দর মার্কেট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সুমনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই রিকশায় থাকা পিংকি আকতার নামের অপর পরীক্ষার্থীকে চমেকের ১১ (বি) নম্বর ওয়ার্ডে (শিশু সার্জারি) ভর্তি করা হয়েছে।

বন্দর থানা ও চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মো. বাবর উদ্দিন ও মোসাম্মৎ নাসিমা আক্তারের মেয়ে সুমনা ঘাসফুল প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিইসি পরীক্ষা দিচ্ছিল।

দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার সময় তাদের রিকশার সঙ্গে ব্যাটারী চালিত রিক্সার সংঘর্ষ হয়। ধাক্কায় তারা রিক্সা ছিটকে পড়ে।সুমনা চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.