হিথ স্ট্রিক এর স্বপ্ন বাংলাওয়াশ

0

সিটিনিউজবিডিঃ গত বিশ্বকাপের পর থেকেই বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। এশিয়ার বিগ কান্ট্রি পাকিস্তানকে বাংলাওয়াশ দেওয়ার পর ভারতকেও বাংলাওয়াশ দেওয়ার স্বপ্ন চোখে-মুখে। ভক্তদের সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের ভাবনাতেও এখন বাংলাওয়াশ। অবশ্য অধিনায়ক মাশরাফি এই বিষয়ে কিছু বলছেন না। তবে পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ঘোষণা করেছেন, ‘সিরিজ (ভারতের বিপক্ষে) ৩-০ ব্যবধানে জয় করা সম্ভব।’
সোমবার হোটেল সোনারগাঁয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। সিরিজ ৩-০ তে জয় করার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেছেন, ‘বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হওয়ার মতো ছিল না। বিশ্বকাপ থেকে আমরা সম্পূর্ণ অন্যরকম একটি দল হয়ে খেলছি। এই দল আত্মবিশ্বাসী এবং তারা বিশ্বাস করে যে, তারা নিয়মিত জিততে পারে।
ভারতের বিপক্ষে প্রথম ২টি ওয়ানডে ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। ১১টি উইকেট নিয়ে সবার উপরে এখন মুস্তাফিজুর রহমান। তার এমন পারফরম্যান্সে বেজায় খুশি হিথ স্ট্রিক। সোমবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি খুব খুশি। মুস্তাফিজ অসাধারণ পারফর্ম করেছে। পর পর দুই ম্যাচে ওরকম বোলিং করা এবং দারুণ একটি রেকর্ড করা নিঃসন্দেহে বিশেষ কিছু। তবে অভিনন্দন পাবে খেলোয়াড়রাই। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ থেকে শুরু করে এই দলটা প্রতিদিনই উন্নতি করছে।’
মুস্তাফিজ সম্পর্কে তিনি আরও বলেছেন, ‘সে এখনো তরুণ। আমাদের আরও সচেতন হওয়া দরকার। দুই ম্যাচে ১১ উইকেট নিয়েছে বলেই আমরা তার কাছ থেকে প্রতি ম্যাচে এটা আশা করতে পারি না। আমরা যদি তার যত্ন নেই এবং তাকে সমর্থন যুগিয়ে যাই। তবে মুস্তাফিজ আমাদের সেরা ম্যাচ উইনার হবে। পুরো ক্যারিয়ারজুড়ে মাশরাফির দিকে খেয়াল রাখা হয়েছে। আমাদের এমন সংস্কৃতি গড়ে তুলতে হবে যাতে শুধু তরুণদের দিকে নয়, বরং সিনিয়রদের দিকেও খেয়াল রাখতে হবে। প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব আছে। রুবেল গত ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে। প্রথম ম্যাচে তাসকিন তা করেছে।’
পুরো বোলিং ইউনিট নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ বোলিং কোচ হিথ স্ট্রিক। এই বিষয়ে তিনি বলেছেন, ‘আমি এবং প্রধান কোচ এক সঙ্গে কাজ করছি। আমরা জানি মিরপুরের উইকেট পেসারদের সহায়তা করবে। মুস্তাফিজ দারুণ বোলিং করেছে। পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজকে টোয়েন্টি২০ দলে অন্তর্ভুক্তি করতে আমরা অনেক কষ্ট করেছি। মুস্তাফিজ, তাসকিন ও রুবেলের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা জানি তারা পারফর্ম করতে পারে। মাশরাফি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। আমাদের বোলিং বিভাগ বেশ শক্তিশালী, যা ভারত প্রত্যাশা করেনি।’
মুস্তাফিজকে প্রথম দেখায় মুগ্ধ হয়েছিলেন বোলিং কোচ হিথ স্ট্রিক। এই বিষয়ে তিনি বলেছেন, ‘গত বছরের শেষ দিকে মুস্তাফিজকে প্রথম দেখেছি। সে দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছিল। তখনই তাকে দেখে আমি আশাবাদী ছিলাম এবং তার ওপর নজর রেখেছি।
দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে মুস্তাফিজের বোলিং নিয়ে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছিল কিনা এ প্রশ্নে হিথ স্ট্রিক বলেছেন, ‘মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচে ভাল করবে কিনা তা নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ম্যাচে যদি মুস্তাফিজ সফল না হতো, তারপরও তাকে ব্যবহার করার মতো কিছু বৈচিত্র্য আমাদের হাতে ছিল। এগুলো দিয়েই আমরা চেষ্টা করতাম।’
মুস্তাফিজের স্কিল বাড়াতে আরও কঠোর অনুশীলন করতে হবে বলে মনে করছেন হিথ স্ট্রিক। তিনি বলেছেন, ‘মুস্তাফিজকে নিয়ে আমরা নেটে কাজ করছি। যাতে করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়। এখানে কোনো জাদুকরী মন্ত্র নেই। নিয়মিত উচ্চ পর্যায়ে অনুশীলন করাটাই গুরুত্বপূর্ণ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.