নির্বাচন নিয়ে বিদেশি কারো উপদেশের প্রয়োজন নেইঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কারো কোনো উপদেশের প্রয়োজন নেই। একটি মহল চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তাই তারা বিদেশে প্রভু খুঁজছে।

কিন্তু, তাতে কোনো লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।

আগমী ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগের জনসভার প্রস্তুতি উপলক্ষে আজ শনিবার (৩ মার্চ ) বেলা সাড়ে ১১টায় নিউমার্কেট কাঁচাবাজারে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে ওবায়দুল কাদের আরও বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়াটা কোন আইনের লংঘন হয়নি। তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জনগণের কাছে ভোট চাইছেন, সেখানে আইনের ব্যত্যয় ঘটেনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.