হামলাকারী ধর্মান্ধরা দোজখের আগুনে পুড়বে: প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মান্ধরাই ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে। যারা হামলা করেছে তারা জীবনেও বেহেশতে যাবে না। তারা দোজখের আগুনে পুড়বে। তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই ।

আজ রবিবার (৪ মার্চ ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন। ছেলে মেয়েরা যেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের পথে না যায়, সে জন্য অভিভাবক, শিক্ষকদেরকে বাচ্চাদের প্রতি নজরদারির আহ্বানও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমাদের একজন শিক্ষক- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাফর ইকবালকে ছুরি মারা হয়েছে। আমি খবর পাবার সঙ্গে সঙ্গে এয়ারফোর্সকে বলে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে তাকে ঢাকা সিএমএইচে নিয়ে এসেছি, তার চিকিৎসার ব্যবস্থা করেছি। তার অবস্থা এখন ভালো।

শেখ হাসিনা বলেন, এই হামলা ধর্মান্ধ গোষ্ঠীর কাজ, তারা এই অন্ধত্বে ঢুকে যাচ্ছে কেন? যদিও আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে কোরো রকম সন্ত্রাস-জঙ্গিবাদ আমরা চলতে দেব না। এবং মাদকের বিরুদ্ধেও আমরা অভিযান চালাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, এটা বোঝা যায় তারা পেছন দিক থেকে আঘাত করতে চায়।যারা এই ঘটনাগুলো ঘটায় তারা তো ধর্মান্ধ হয়ে গেছে। তারা মনে করে একটা মানুষকে খুন করলে বুঝি বেহেশতে চলে যাবে। তারা দোজখের আগুনে পুড়বে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.