ওহাবি হেফাজতিদের কাছে শুধু ইসলাম নয় কেউ নিরাপদ নয়

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে হবিগঞ্জের চুনারুঘাটে আহলে সুন্নাত নেতা আবুল হোসেন আকল মিয়া খুন এবং সিরিয়াসহ বিশ্বব্যাপী মুসলিম নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ৪ মার্চ রোববার বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম চেরাগী পাহাড় চত্বরে অনুর্ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব জননেতা মাওলানা রেজাউল করিম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক যুবনেতা আমান উল্লাহ আমান।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা দিদারুল ইসলাম কাদেরী। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের অর্থ সম্পাদক সৈয়দ মোফাচ্ছেল মোস্তফা টিপু, যুবনেতা মুহাম্মদ মহিউদ্দিন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনা নেতা মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ সাহেদুল আলম, মুহাম্মদ শফিউল আলম, সৈয়দ রাকিবুল ইসলাম, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ আব্দুল খালেক, মুহাম্মদ আকবর আরেফিন, মুহাম্মদ রবিউল ইসলাম, মুহাম্মদ নুর উদ্দিন, মুহাম্মদ রিপন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ আশিক আরমান, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ মুন্না তালুকদার, মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ওয়াজ মাহফিলে অতর্কিত সন্ত্রাসী হামলার মাধ্যমে ওহাবী হেফাজতিরা নিজেদের সন্ত্রাসবাদী চেহারা উম্মোচিত করেছে। মুখে ইসলামের হেফাজতের কথা ওরা বললেও ইসলাম, মুসলমান এবং নিরীহ সাধারণ মানুষ কেউ আজ ওদের হাতে নিরাপদ নয়। ওরাই ইসলামের নামে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সন্ত্রাস জঙ্গিবাদে জড়িত ও খুনোখুনিতে লিপ্ত।

শান্তির ধর্ম ইসলামকে ওরা কলঙ্কিত করেছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে হবিগঞ্জের চুনারুঘাটে আহলে সুন্নাত নেতা আবুল হোসেন আকল মিয়াকে পৈশাচিক কায়দায় খুন করে। এবং নিরীহ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এ হেফাজতিরা সন্ত্রাসী হিসেবে আজ চিহ্নিত।

এদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে। বক্তারা বলেন, একজন বাশার- আল আসাদের গদি রক্ষার জন্য সিরিয়ার কোটি মুসলমান আজ উদ্বাস্তু মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছে। মুসলিম বিশ্বের সংঘাত-সহিংসতা থামাতে জাতিসংঘ, ওআইসি ও আরব লীগকে কঠোর আইনী ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.