মোবাইলে ২৫৬ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ

0

সিটিনিউজবিডি :   ৩০০ মার্কিন ডলার মূল্যের স্মার্টফোনগুলোর মধ্যে লক্ষ্য রাখার মত বিষয়গুলো হচ্ছে এদের ডিজাইন এবং পারফর্মেন্স। এদিক থেকে আসুসের জেনফোনও ব্যতিক্রম নয়। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আসুস এ দুই ক্ষেত্রেই ভালো করার চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি আসুস ঘোষণা করেছে তাদের ‘জেনফোন ২ ডিলাক্স স্পেশাল এডিশন’। জেনফোন ২ এর এই স্পেশাল এডিশনে পরিবর্তন শুধু মাত্র এর স্টোরেজ সুবিধায়। প্রযুক্তি বিশ্বকে অবাক করে দিয়ে এই প্রথম কোন স্মার্টফোনে যুক্ত করা হয়েছে বিশাল আকারে ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা। মজার ব্যাপার হল, এতে আরও ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারেরও সুযোগ থাকছে।

পেছনের দিকে পলিগণ প্যাটার্নের ব্যাক কাভার যুক্ত এ স্মার্টফোনটি ব্রাজিলের বাজারে উন্মুক্ত করা হয়েছে। তবে বিশ্ববাজারের কখন কোথায় এটি অবমুক্ত করা হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। যেহেতু এর আগের ভার্সনটি বিশ্ববাজারে ভালোই সাড়া জাগিয়েছিল তাই এবারো ধারণা করা হচ্ছে স্পেশাল এডিশনের এ ফোনটিও সেই একই পদাঙ্ক অনুসরণ করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.