বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিকামী জনতার প্রেরণার উৎসঃ নগর যুবলীগ

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ চট্টগ্রাম নগর যুবলীগের নেতৃবৃন্দ বলেছেন,  বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ মুক্তিকামী জনতার প্রেরণা উৎস হয়ে থাকবে। যুগে যুগে ঐতিহাসিক ভাষণটি সারাবিশ্বে সমাদৃত হয়েছে। দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পরও এ ভাষণ বাঙালি জাতির প্রেরণার উৎস হয়ে কাজ করছে নতুন প্রজন্মের কাছে।

ঐতিহাসিক ভাষণটি এখন বাঙালি জাতির সম্পদ নয়, ইউনেস্কো কর্তৃক ঘোষিত বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ আজ বিশ্বের দরবারে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের এ ভাষণের মাধ্যমে ’৭১ এর সেদিনই মূলত স্বাধীনতার ঘোষণা দেন। পুরো বাঙালি জাতি সেদিন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শোনার জন্য উদগ্রীব ছিল। বঙ্গবন্ধু সেদিন মুক্তিকামী জনতার ভাষা বুঝতে পেরেছিলেন।

বাঙালি জাতি সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অথচ ’৭৫ এর কালো রাত্রির পর মুক্তিযুদ্ধের ইতিহাস বার বার বিকৃত হয়েছে সামরিক জান্তার হাতে ,ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপচেষ্টা চালিয়ে পাকিস্তানি ধ্যান ধারণায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে গিয়ে তারা নিজেরাই আজ ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো আমাদের স্বাধীনতার বিরোধীতা করছে। ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনার সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে চাইছে। তাদের এই হীন ষড়যন্ত্রমূলক কর্মকান্ড প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

আজ বুধবার (৭ মার্চ ) চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা’র সঞ্চালনায় আলোচনা সভা দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, নুরুল আনোয়ার।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য আনজুমান আরা আনজু, রওশন উদ্দিন, এস.এম সাঈদ সুমন, সালেহ আহমদ ডিগল, নাছের তালুকদার, প্রবীর দাশ তপু, ওয়াহিদ হাসান, খোকন চন্দ্র তাঁতি, মোঃ ওয়াসিম উদ্দিন, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন, মোঃ আলী হোসেন, ইকবাল ইকরাম শামীম, এস.এম ফারুক, কাজী রাজেশ ইমরান, কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়ুয়া, শাকিল হারুন,

ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে তারেক ইমতিয়াজ ইমতু, মোঃ হারুন, আবছার উদ্দিন, হাজী আবদুল মান্নান, মান্না বিশ্বাস, নজরুল ইসলাম, আবদুল ওয়াজেদ রাজীব, শাহীন সরওয়ার, আহমেদ আবদুর রহিম, মোঃ সালাউদ্দিন, জামাল উদ্দিন রাজু, শফিকুল হাসান রিপন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.