চট্টগ্রামে সব আসনে পরিবর্তন চায় তৃণমূলের নেতাকর্মীগন

0

দিলীপ তালূকদারঃঃ আওয়মাীলীগ আগেই নির্বাচনী প্রচারনা শুরু করেছে। মনোনয়ন প্রত্যাশীরাও মাঠে। বর্তমান এমপিদের পাশাপাশি আসনগুলোতে এবার একাধিক নেতা দলের মনোনয়ন চান। বর্তমানে এমপিদের বিরোধীতা করে মাঠেও আছেন তারা। ফলে সবগুলো আসনেই বিদ্রোহের মুখে পড়েছেন বর্তমানের এমপিরা।

জামায়াত-বিএনপি, জাপা-জাসদ, সুবিধাবাদী, জায়গা জমির দালাল, ডিগবাজীতে চ্যাম্পিয়ন, খাই খাই ও কমিশন খাওয়া অনেকের ভাগ্যে বিগতদিনে  এমপি হলেও তৃণমূলের সাথে বা সাধারণ মানুষের সাথে তাদের কোন সম্পর্ক ছিলনা। দূরত্ব সৃষ্টি হয়েছে এলাকাবাসীর সাথে।

এবার বেশীরভাগ আসনে নতুন মুখ চায় তৃণমূলের নেতাকর্মীগন। পরিবর্তন ও পরিবর্ধনের শ্লোগান নিয়ে চামচা-চাটুকার, দালাল, বখাটে, মাস্তান ও পেটোয়াবাহিনীর ছাড়া সচ্চ রাজনীতিবিদকে এমপি মনোনয়ন দিতে দাবী করছেন সাধারণ জনগন। গোসাইল ডাঙ্গার মইন্যার বাপ বললেন, পরিবর্তন জরুরী হই’য়ে বাজি।

দইজ্জ্বার পানি’ত বসতবাড়ী গারির। এমপির দেখা ক’ড়ে পাই’র। সাতকানিয়ার ঢেমশার ননাইয়া বললেন, এমপির কাজকাম ভালা’ন। পরিবর্তন প্রয়োজন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.