হাইকোর্টে মামলার নথি কাল আদেশ

0

সিটি নিউজ ডেস্কঃঃ  হাই কোর্টে পৌঁছেছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের নথি। তার আগে আজ রবিবার নির্ধারিত দিন ছিল জামিন শুনানীর। নিম্ন আদালত থেকে নথি না আসায় কাল সোমবার আদেশ হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে ঢাকার বিশেষ জজ আদালত-৫ গত ৮ ফেব্রুয়ারি রায় দেন।

আজ রবিবার (১১ মার্চ ) দুপুর ১২টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৫৩৭৩ পৃষ্ঠার (ট্রান্ক ভর্তি) নথিটি এসে পৌঁছেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নিম্ন আদালতের পেশকার মোকাররম হোসেন। তিনি বলেন, ৫ হাজার ৩৭৩ পৃষ্ঠার নথি পুলিশ পাহারায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টে খালেদা জিয়া ওই মামলায় জামিন আবেদন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ বিচারিক আদালতের নথি তলব করেন। আদেশের ১৫ দিনের মধ্যে হাইকোর্টে নথি পাঠাতে বলা হয়। হাইকোর্টের আদেশ ২৫ ফেব্রুয়ারিই বিচারিক ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে পৌঁছায়। ফলে হাইকোর্ট নির্ধারিত শেষ দিনেই নথিটি পৌঁছল।

এদিকে, জামিনের আদেশের জন্য আজ রবিবার সকালে দিন ধার্য থাকলেও সে সময় পর্যন্ত নথি না আসায় আদেশ দেননি আদালত। খালেদা জিয়ার করা জামিন আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার (১২ মার্চ ) দুপুর ২টায় রায় দেওয়া হবে বলে জানান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন আদালতকে বলেন, ‘শুনানি শেষে আজ জামিনের আবেদনের ওপর আদেশের দিন ধার্য রয়েছে। কিন্তু এখন পর্যন্ত নথি এসে পৌঁছেনি। অবশ্য চাইলে হাইকোর্ট নিজস্ব ক্ষমতাবলে আদেশ দিতে পারেন।’
এ সময় আদালত বলেন, আমরা নথি আসার জন্য গত ২২ ফেব্রুয়ারি ১৫ দিন সময় বেঁধে দিয়ে আদেশ দিয়েছিলাম। এই আদেশ ২৫ তারিখে যদি পৌঁছে, তাহলেও ১৫ দিন শেষ

হবে আজ। আমরা শেষ সময় পর্যন্ত দেখি। এর পরে আগামীকাল এ বিষয়ে আদেশ দেবো।

জবাবে জয়নাল আবেদীন বলেন, আদালতের হাত অনেক লম্বা। কারণ, এটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আদালত চাইলে আদেশ দিয়ে দিতে পারেন। তখন আদালত বলেন, আমরা আজকের দিনটি দেখি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.