বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

0

সিটি নিউজ ডেস্কঃঃ  বাংলাদেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে কাল বৃহস্পতিবার (১৫ মার্চ ) সারাদেশে শোক পালন করা হবে।
আজ বুধবার (১৪ মার্চ ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে পরদিন শুক্রবার সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার ঘোষণা দেয়া হয়।১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন। ইউএস বাংলার বিমানটিতে মোট ৭১জন আরোহী ছিলেন। ওই ঘটনায় ৫১ জন নিহত হন। আহত হন আরও ২০ জন।

পরে হতাহতের উদ্ধার করে স্থানীয় কেএমসি হাসপাতাল, নরভিক হাসপাতাল ও ওম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমান দুর্ঘটনার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে গতকাল দেশে ফিরে আসেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.