নিদাহাস ট্রফি ভারত ১৪ ওভারে ১০০/১

0

ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃঃ  বাংলাদেশ-ভারত নিদাহাস ট্রফিতে আবারও মুখোমুখি হয়েছে। শ্রীলংকার কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক ভারতকে ব্যাটিংএ পাঠিয়েছে।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বেশ উজ্জীবিত বাংলাদেশ। আজ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে মাহমুদউল্লাহর দল। আর ভারত জিতলে তাদের ফাইনাল নিশ্চিতই হয়ে যাবে।

নিদাহাস ট্রফিতে ভারতের সঙ্গে প্রথম দেখায় ৬ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের দলের জন্য আজকের ম্যাচটি তাই এক প্রকার প্রতিশোধেরও। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশের খেলোয়াড়রা কালো ব্যাজ পড়ে মাঠে নেমেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ১১ওভার ৪বল খেলে ১ইউকেট খুঁইয়ে ৮১ রান করেছে। বাংলাদেশী ফাষ্ট বোলার রুবেল হোসেন শেখর ধাওয়ানের ইউকেট লাভ করে। শেখর ধাওয়ান ২৭ বল খেলে ৫ চার ও ১ ছক্কার মাধ্যমে ৩৫ রান করেন। রুহিত শর্মা ৫৪রান ও সুরেশ রায়না ১০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.