উত্তর বরকল গাউছিয়া নূরানী এবতেদায়ী মাদ্রাসায় শিশু দিবস

0

নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার উত্তর বরকল গাউছিয়া নূরানী এবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্দ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোরআন তিলাওয়াত,হামদ, নাতে রাসূল(দ.) প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৭ মার্চ শনিবার সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাশেম মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বরকল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান। মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাছের চৌধুরীর পরিচালনায় অরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির মুহাম্মদ ফোরকানুল আলম চৌধুরী, খন্দকার রাশেদ,কিবরীয়া হোসেন আজম, কায়কোবাদ মজনু, জিএম জাহেদুল আলম, গোলাম সরওয়ার, জিএম শাহাদত হোছাইন মানিক, মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা আকবর, মাওলানা এনামুল হক, মাওলানা আবদুল করিম, মুহাম্মদ জসিম উদ্দীন,মুহাম্মদ খোকন, লাকি আকতার, মুন্নি আখতার, শিবলি আকতার, পারভিন আকতার, রোখসানা আকতার সহ অভিভাবকবৃন্দ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সকল ছাত্র-ছাত্রী।

বাংলাদেশ জাতিসংঘের কাছ থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন,বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক মানচিত্রও আমরা পেতাম না। ‘বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন; বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক এবং মুক্তির দূত। আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন কালজয়ী নেতাকে পেয়েছি। বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে তাঁর অনন্য নেতৃত্ব আমাদের মুক্তির সংগ্রামের বিজয় এনে দিয়েছিল। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.