ঢাকায় দুর্বৃত্তের গুলিতে এসআই জালাল নিহত

0

সিটি নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কয়েকজন সন্ত্রাসী অবৈধ অস্ত্র জড়ো করেছে এমন সংবাদে ভিত্তিতে মধ্য তিনতলা একটি বাড়িতে রাত ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলির সময় পরিদর্শক মো. জালালউদ্দিন গুলিবিদ্ধ হন।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, পরিদর্শক জালাল উদ্দিনের মাথায় গুলিবিদ্ধ হয়। প্রচুর রক্তপাত হচ্ছিল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ পরিবর্তন ডটকমকে পরিদর্শক জালালের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে অভিযান প্রায় শেষের দিকে, ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে কোন গোলাবারুদ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গুলিবিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে গেছে। তারপরও পুরো ভবন ও আশপাশে তল্লাশি চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.