সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জাতীয় পার্টির মহাসমাবেশ

0

সিটিনিউজ ডেস্ক:: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার পর সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মহাসমাবেশ শুরুর আগে সকাল সোয়া নয়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হন হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

সমাবেশ মঞ্চে আছেন পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খানসহ দলটির অনেক নেতা।

মহাসমাবেশে এরশাদ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং রাজনীতিতে নতুন বার্তা দেবেন বলে জানা গেছে। এছাড়া মহাসমাবেশের মধ্য দিয়ে নিজ দলের শক্তি এবং সামর্থ্যর বিষয়টিও জানান দেবেন তিনি।

এর আগে সমাবেশে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে আসতে থাকেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দিতে এবং বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে আসেন তারা। অনেকের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন।

ইতোমধ্যে উদ্যানের উল্লেখযোগ্য অংশ নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। ভেতরে জায়গা না পেয়ে অনেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.