সাশ্রয়ী মূল্যে সিএমপি সদস্যদের সেবা দেবে পপুলার

0

নিজস্ব প্রতিবেদক:: পপুলার ডায়গনস্টিক সেন্টার কর্তৃক সিএমপি’র পুলিশ সদস্যদের সাশ্রয়ী মূল্যে সকল ধরণের স্বাস্থ্য সেবা দেওয়ার নিমিত্তি এক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১ টায় সিএমপি’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার বিপিএম, পিপিএম মহোদয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম. মোস্তাইন হোসেন,বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এবং পপুলার ডায়গনস্টিক সেন্টারের পক্ষে জনাব মোঃ আফজাল হোছাইন, জেনারেল ম্যানেজার(মার্কেটিং), জনাব ওয়ালী আশরাফ খান, ব্রাঞ্চ ম্যানেজার, জনাব আবু হানিফ মাসুদ, সহকারী ম্যানেজার, জনাব সুজন চন্দ্র দে, জনাব উজ্জ্বল বড়–য়া, জনাব ইকবাল হোসেন ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পপুলার ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষ সিএমপি’র সকল পদমর্যাদার সদস্যদেরকে ডাক্তারি চিকিৎসা, সকল প্রকার পরীক্ষ নিরীক্ষা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গিকার করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় উল্লেখ করেন যে, সমাজে পুলিশ সদস্য এবং ডাক্তার উভয় পেশার লোকই জনগণের সেবায় নিয়োজিত থাকে। পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা সহ জনগণের নিরাপত্তায় ২৪ ঘন্টা নিয়োজিত থাকে। তাদের সুস্থ রাখার নিমিত্তে স্বাস্থ্য সেবায় ডাক্তারগণ এগিয়ে আসায় তিনি অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয় এই ধরণের উদ্যোগের জন্য পপুলার ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সহ সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.