আগামীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে ক্ষমতায় আনবে তরুন প্রজন্ম

0

সিটি নিউজ ডেস্ক : পরিবর্তন চট্টগ্রাম এর অভিষেক অনুষ্ঠানে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, দেশে ৫ কোটি ৭৬ লক্ষ তরুন প্রজন্ম রয়েছে, তারাই আগামীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে। সে লক্ষ্যে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয় আইটি সেক্টর সহ বিভিন্ন সেক্টরে পরিবর্তন এনেছে।

অভিষেকে ইফতেখার উদ্দিন চৌধুরী দাবী করেন বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব থেকে স্বীকৃতি পেলেও ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হবে।

শুক্রবার ৩০ মার্চ সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চট্টগ্রাম’ আয়োজিত নন্দনকান পুলিশ প্লাজা হলে “মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও অভিষেক” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক শামসুল হুদা মিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আল-কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান বক্তা ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম’র সাধারন সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম এর সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, নগর জাতীয় পার্টির সহ সভাপতি শ্রী তপন চক্রবর্তী, কক্সবাজার ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান মুহাম্মদ ওসমান গনি, চট্টগ্রাম ওমেন্স চেম্বারের পরিচালক নাজমা আক্তার মিতা প্রমূখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মানবকন্ঠের ব্যুরো প্রধান মফিজুল ইসলাম চৌধুরী, নগর ও নাগরিকের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ আইয়ুব, পরিবর্তন চট্টগ্রাম এর সহ-সভাপতি জহুর উদ্দিন জহির, যুগ্ন সম্পাদক রিয়াজ উর রহমান চৌধুরী।

উপস্থিত ছিলেন পরিবর্তন চট্টগ্রাম এর সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর, মুকাম্মেল হক খান, সিনিয়র সদস্য রেজাউল করিম রেজা, এম কাইছার উদ্দিন, রাশেদুল হক খোকন, নাজিম উদ্দিন, ইউনুচ মেহেদী, যুগ্ন সম্পাদক এবিএম ইকবাল হায়দার, শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক শাহিন আবদুল লতিফ, সহ অর্থ সম্পাদক মুজাম্মেল আজিম ত্বহা, প্রচার সম্পাদক সাদ্দাম হোসাইন, সহ প্রচার সম্পাদক সাহাবুউদ্দিন, দপ্তর সম্পাদক সাঈদ আবদুল্লাহ রকি, সহ দপ্তর সম্পাদক এস আই এম শাখাওয়াত হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক জনি বড়ুয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক সাত্তার সিকদার, সহ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাঈদী আকবর ফয়সাল, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাফি মুহাম্মদ ফউজান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সরওয়ার উদ্দিন জাহিদ, স্বাস্থ্য সম্পাদিকা মুশাররাত কামাল ইলমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজুল হক, সহ কর্মসূচী পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবদুল আওয়াল জনি, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তারুন্নবী প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.