সাংবাদিক নজরুল ইসলাম আর নেই

0

বোয়ালখালী প্রতিনিধি : দীর্ঘ ১৮ মাস ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সাংবাদিক নজরুল ইসলাম। মঙ্গলবার (৩এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ৫২ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজেউন)।

নজরুল ইসলাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম মুন্সি মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

বুধবার (৪এপ্রিল) বাদে যোহর আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জানিয়েছে নজরুলের পরিবার।

১৯৯২ সালে মার্চ মাসে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় বোয়ালখালী প্রতিনিধি হিসেবে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতায় যুক্ত হন নজরুল ইসলাম। এরপর দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বোয়ালখালী-পটিয়ার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল, বোয়ালখালী পৌরসভার মেয়র, বোয়ালখালী প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, পরিবেশ সংরক্ষণ কমিটি বোয়ালখালী, খেলাঘর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.