ষোলশহর আবাসিক কল্যাণ সমিতির গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন

0

নিজস্ব প্রতিবেদক:: মেয়র গলি ষোলশহর আবাসিক কল্যান সমিতির অলিম্পিক শর্টবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সানন্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ষোলশহর টি এন্ড টি আবাসিক এলাকার মাঠে ফাইণাল খেলায় ট্রাইবেকারে সানন্দা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে আব্দুল আজিজ স্মৃতি সংসদকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় নগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব সৈয়দ আমিনুল হক এর সভাপতিত্বে ও শীবলুর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য নেছার আহম্মেদ, এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, সাবেক ছাত্রনেতা কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, মহল্লা কমিটির যুগ্ন সম্পাদক সৈয়দ মোঃ আসাদ সর্দার। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগনেতা আশরাফুল গনি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, যুবলীগনেতা ফরহান উদ্দিন জাহেদ, মঞ্জুরুল আলম রিমু, ইয়সিন ভুঁইয়া, নগর ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন ফরহাদ, শ্রী সীমান্ত, আয়োজক মোঃ জাবেদ, মোঃ সোহেল, মোঃ শাহজাহান সাজু, আব্দুল সামাদ ইসান, ইমরানুল হক সম্রাট, মোঃ সুজন, মোঃ আজিজ, মোঃ আলমগীর, মোঃ রনি, মোঃ ইরফান, মোঃ আরাফাত, মোঃ মুরাদ, মোঃ সৌরভ, মোঃ নয়ন, মোঃ সুমন।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদ মাহমুদ বলেন নিয়মিত খেলাধুলা অনুশীলনের মাধ্যমে শিশু কিশোরদের মাঝে মননশীল মানসিকতা ও শৃজনশীলতা গড়ে উঠে। দেশে শিক্ষার হার বৃদ্ধি হওয়ার তরুনরা এখন মাদক এবং সন্ত্রাস থেকে নিজেকে দূরে রাখে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন চ্যাম্পিয়ন, রানার আপ এবং ব্যক্তিগত পুরষ্কার গুলো তুলে দেন।

খেলার ফলাফল: সানন্দা স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ২-১গোলে আব্দুল আজিজ স্মৃতি সংসদ হারিয়ে জয়ী হন।সেরা খেলোয়াড় – মোঃ তারেক, সেরা গোলদাতা -মোঃ আরিফ, সেরা গোলকিপার- মোঃ কাজল, সুশৃঙ্খল দল- ফ্রেন্ডস সিক্স, তৃতীয় স্থান অর্জনকারী দল- জোয়র ভাটা। উক্ত টুর্নামেন্টে ১৮টি দল রবীন লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করেন। রেফারির দায়িত্ব পালন করেন মো: শাহজাহান। লাইন্স ম্যানের দায়িত্বে ছিলেন মো: সোহেল এবং জাবেদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.