কোটা সংস্কার আন্দোলনে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

0

সিটিনিউজ ডেস্ক:: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক মূল আন্দোলন স্থগিত হলেও শিক্ষার্থীদের একাংশ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকালেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। এই আন্দোলনে সংহতি জানিয়ে মঙ্গলবার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে আন্দোলনে নামে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের উত্তরপাশের সড়ক অবরোধ করে রেখেছে বলে জানা গেছে। সকাল সাড়ে ১১টা থেকে সড়ক অবোরোধ থাকায় সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এছাড়া প্রগতি স্মরণিতে বসুন্ধরা গেটের সামনের সড়ক অবরোধ করেছেন নর্থ সাউথ ও ইউআইইউ’র শিক্ষার্থীরা। তারা সেখানে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

অন্যদিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডির সোবহানবাগে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.