বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

0

সিটিনিউজ ডেস্ক:: আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কোনও ধরনের ভ্যাট না বসানোর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক) বৈঠক চলাকালে অর্থমন্ত্রীকে এ নির্দেশ দেন তিনি। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষার ক্ষেত্র বিকশিত করতে ভ্যাট আরোপ করার প্রয়োজন হবে না।’

উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে প্রি বাজেট মিটিংয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, আসন্ন বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে, কিন্তু শিক্ষার্থীদের ওপর নয়। অর্থমন্ত্রীর এই বক্তব্যে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

মঙ্গলবার একনেক বৈঠকে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.