চন্দনাইশে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের বাংলা নববর্ষ বরণ

0

নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার বরকলে গ্রামের গরীব অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষার মানোয়ন্ননের লক্ষ্যে পরিচালিত সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষাপ্রতিষ্টান স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষ্যে শিক্ষাসামগ্রী বিতরন, ফ্রি রক্তের গ্রুফ নির্ণয় ও পিঠা উৎসব ১৩ই এপ্রিল শুক্রবার সকাল ১০টায় উত্তর বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে।

বিদ্যালয়ের সদস্য শান্তা ইসলাম ও খোরশেদুল অালম এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব অাবু ইউছুপ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাঠ্যকলা বিভাগের অতিথি অধ্যাপক জনাব অভিক ওসমান। প্রধান অালোচক ছিলেন বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আবুল কাশেম মুহাম্মদ ইউনুছ, মো: মনজুর আলম তালুকদার, মো: দিদারুর রশিদ কাজেমী, গাজী মুহাম্মদ বোরহান উদ্দীন, মোহাম্মদ আরফাত হোসেন রাশেদ, সংগঠক নোমান উল্লাহ বাহার, ছাত্রনেতা জি এম শাহাদাৎ হোসেন মানিক, মাসুদ পারভেজ, অাবু ছাদেক প্রমুখ।

এতে অারো উপস্থিত ছিলেন লিটু, মোক্তার, শহিদ, সোহেল, মহিউদ্দিন, মনির, সাকিব, এনাম, বাপ্পু, সাগর, করিম, ফরহাদ, অারাফাদ, সুমাইয়া, নাইমা, তাজিন, সোহান, অানিস, মাসুদ, জামিউল, অাবদুল্লাহ, অাবির, অামির হামজা, তনিমা, অাকসা, তারিন, উর্মি, সাজিদ, ইমন, সাইম, শাওন, প্রবির সহ স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ও সদস্যবৃন্দ।

উল্লেখ্য, উক্ত অনুষ্টানে ২০ জন গরীব ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরন ও সংঘঠনের সাথে সম্পৃক্ত ১৯ জন সদস্য কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন মুহাম্মদ সাইফুদ্দীন তালুকদার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.