এসএসসির ফল প্রকাশ ৬ মে

0

সিটিনিউজ ডেস্ক:: আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ  এ তথ্য জানান।

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী ৬ মে সকাল ১০টায় সব বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুপুরে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারই প্রথম দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা চলে ১১ মার্চ পর্যন্ত।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। এ বছরের এসএসসি প্রায় সব কয়টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.