ট্রেনের ছাদে মিলল শিশুর লাশ

0

সিটিনিউজ ডেস্ক:: ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সেপ্রেস ট্রেনের ছাদ থেকে দুই পথশিশুর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেনের ছাদে থাকা দুই শিশু ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছার পর এই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় রায়হান (৯) নামে আরও এক শিশুকে।

চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার বিকাল ৩টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকা বিমান বন্দর স্টেশনে পাঁচ মিনিটের জন্য যাত্রা বিরতি করে। এ সময় সবার অগোচরে স্টেশন এলাকার ৩ পথশিশু ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি ফেনী আসার পর ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুই শিশু মারা যায়। দুই সহপাঠীর মৃত্যুর ঘটনা দেখে অজ্ঞান হয়ে পড়ে রায়হান নামের আরেকটি শিশু। তার হাতে আঘাত লেগেছে। হতাহতদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১২ বছর। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।’

লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশু রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বর্তমানে আহত শিশুটি জিআরপি থানার তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান ওসি শহীদ উদ্দিন।

আহত রায়হানের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা বিমান বন্দর এবং টঙ্গী স্টেশনেই তারা ঘুরে বেড়ায়। টঙ্গী বস্তিতে তাদের মা-বাবা থাকেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.