রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কমিটি গঠিত

0

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি :  রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০১৮-২০২০) দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কামিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন আজ বুধবার ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জনাব মোঃ বেলায়েত হোসেন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি পদে জনাব মোঃ শাহ আলম ও সহ-সভাপতি পদে জনাব মোঃ আবদুল ওয়াদুদ নির্বাচিত হন এবং পরিচালক পদে কার্যনির্বাহী কমিটির মোট ১৬ (ষোল) জন পরিচালক নির্বাচিত হন। সর্বমোট ঊনিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির তালিকা নিম্ন রুপ।

২০১৮-২০২০ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের নাম, পদবী, ঠিকানা, মোবাইল-

১/ মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া
মেসার্স প্রান্তিক ট্রেডার্স সভাপতি ২নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি ০১৭১৫১৯৮৫৪৪

২/ মোঃ শাহ আলম
মেসার্স শাহ আলম সিনিয়র সহ-সভাপতি লেকার্স স্কুল রোড, কাঠালতলী, রাঙ্গামাটি ০১৫৫৮৪৪১৩২৫

৩/ মোঃ আব্দুল ওয়াদুদ
মেসার্স রাঙ্গামাটি টিম্বার কমপ্লেক্স সহ-সভাপতি তবলছড়ি, রাঙ্গামাটি ০১৮২০০৫৮২২৫

৪/ মোঃ নিজাম উদ্দিন
মেসার্স হোটেল ড্রীমওয়ে পরিচালক রিজার্ভ বাজার, রাঙ্গামাটি ০১৮৪৯৮৯১১১১

৫/ মোঃ হারুনুর রশিদ
মেসার্স হারুন এন্ড ব্রাদার্স পরিচালক রিজার্ভ বাজার, রাঙ্গামাটি ০১৮২০৩০৪৭১৪

৬/ মোঃ মামুনুর রশীদ
মেসার্স জালালাবাদ কন্সট্রাকশন পরিচালক মাঝেরবস্তি, রাঙ্গামাটি ০১৮১৯৬৪১৪৮০

৭/ নিখিল কুমার চাকমা
মেসার্স চেঙ্গী এগ্রো প্রাঃ লিঃ পরিচালক আনন্দ বিহার এলাকা ০১৭৭৭৮০০৪০০

৮/ এ.এম. ওবাইদুল্লাহ
মেসার্স গাজী এন্টারপ্রাইজ পরিচালক রিজার্ভ বাজার, রাঙ্গামাটি ০১৮২০৩০০৮০০

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.