সিনহার অ্যাকাউন্টে পে-অর্ডার দেয়ার অভিযোগে ২জনকে দুদকের তলব

0

সিটি নিউজ ডেস্ক :: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি টাকার পে-অর্ডার জমা দেয়ার অভিযোগে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজাহানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 আজ দুপুরে দুদক কার্যালয় থেকে এক চিঠির মাধ্যমে তাদের তলব করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রবণ কুমার ভট্টাচার্য জানান, ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা এবং মোহাম্মদ শাহজাহানকে আগামী ৬ মে দুদকে তলব করা হয়েছে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেয়া নিয়ে সরকারের কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে থাকা এস কে সিনহা হঠাৎ করেই গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান। চিঠিতে তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে তার ছুটি ৯ দিন বাড়িয়ে ১০ নভেম্বর করা হয়।

এরপর ১৩ অক্টোবর (শুক্রবার) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.