গিরিছায়ার মিনি চিড়িয়াখানা পরিদর্শনে ত্রাণমন্ত্রী

0

নিজস্ব প্রতিনিধি,রাউজান : চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের রাঙ্গামাটি থেকে রাউজানের প্রবেশদ্বারে অবস্থিত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্ধর্য্যেেঘরা ‘গিরিছায়া’ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য এবং মিনি ছিড়িয়াখানা দেখে অবিভূত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সচিব শাহ কামাল। সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে এসে প্রথমেই গিরিছায়া পরিদর্শন করেন মন্ত্রী ও সচিব।

বেশ কিছুক্ষণ অবস্থানকালে তিনি গিরিছায়ার প্রাকৃতিক পরিবেশ নিয়ে তার মুগ্ধতার কথা বলেন এবং পর্যটকদের রাঙ্গামাটি যাত্রাপথে রাউজানে এমন একটি বিনোদনস্পট গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের ভূয়শী প্রশংসা করেন। পরিদর্শনকালে গিরিছায়ার মিনি ছিড়িয়াখানা ঘুরে দেখেন মন্ত্রী ও সচিব দু’জনই।

গিরিছায়ার মিনি চিড়িয়াখানা ঘুরে দেখার সময় ত্রাণমন্ত্রী বিভিন্ন প্রজাতির পশু-পাখিকে চিপ্স খাওয়ান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে মায়া বলেন গিরিছায়াকে পূর্নাঙ্গ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.