একুশে আগস্টের দ্রুত বিচার দাবিতে ঢাকায় গণজমায়েত- মহিউদ্দিন চৌধুরী

0

 চট্টগ্রাম অফিস  :        একুশে আগস্টের গ্রেনেড হামলার দ্রুত বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ৫০ হাজার মানুষের গণজমায়েতের ঘোষণা দিয়েছে ১৪ দল।  একইসঙ্গে চট্টগ্রামে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীও ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন এই জোট।

রোববার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচী ঘোষণা করেছেন ১৪ দলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

মহিউদ্দিন চৌধুরী বলেন, কোরবানির ঈদের পর ৫০ হাজার মানুষ নিয়ে ঢাকায় যাব।  ঢাকায় প্রেসক্লাবের সামনে গণজমায়েত হবে।  চট্টগ্রাম থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে জমা দেব।

‘একুশে আগস্ট আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাণে মারতে চেয়েছিল খুনীরা।  আল্লাহর রহমতে বেঁচে গেছেন।  সেই খুনীদের বিচার এখনও শেষ হয়নি।  চট্টগ্রামবাসীর মনে অনেক ক্ষোভ।  সেই ক্ষোভ সারাদেশে ছড়িয়ে দিতে ঢাকায় যাব।  ডিসেম্বরের মধ্যে খুনীদের বিচার নিশ্চিত করতে হবে। ’ বলেন মহিউদ্দিন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল।  সেই খুনীরা ২১ বছর দেশের মাটিতে বুক ফুলিয়ে ছিল।  শেখ হাসিনাকে খুন করেও তারা ভেবেছিল পার পাবে।  বঙ্গবন্ধুর হত্যাকারীরা পার পায়নি।  শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীরাও পার পেতে পারে না।

মহিউদ্দিন বলেন, সেদিন যারা গ্রেনেড হামলা করেছিল, সেই খুনী জঙ্গিদের খালেদা জিয়া তোষণ করতেন।  খালেদা জিয়া এখনও জঙ্গিদের তোষণ করেন।  তিনি শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছেন।

সাংসদদের উদ্দেশ্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, আপনারা নির্বাচিত হয়েছেন, সংসদে আছেন।  আপনারা হয়ত জনগণের ক্ষোভ বুঝতে পারছেন না।  আমাদের নেত্রীকে খুন করতে চেয়েছিল।  নেত্রী না থাকলে দল-দেশ কি থাকবে? আপনারা কি সংসদে যেতে পারবেন? সংসদের ভেতরে একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার দ্রুত করার দাবি তুলুন।

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাসদের নগর কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, গণতন্ত্রী পার্টির নেতা তাজুর মুল্লুক ও স্বপন সেন, সাম্যবাদী দলের নেতা অমূল্য বড়ুয়া, ন্যাপ নেতা আলী আহমদ নাজির, গণআজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী, নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, সাংস্কৃতিক সংগঠক শেখ শহীদুল আনোয়ার, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.