উপকূল অঞ্চলের মানুষকে বাচাঁনোর দাবীতে ঢাকায় মানববন্ধন

0
নিজস্ব প্রতিবেদক:: ২৯এপ্রিল স্বরণে চট্রগ্রাম- কক্সবাজারের উপকূল অঞ্চলের মানুষকে বাচঁনোর দাবীতে ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙনে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাওসো’র সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধরী এ্যানেল বলেছেন, অামরা বাচঁলে বাংলাদেশ বাচঁবে।

২৯ এপ্রিল অাসলে চট্রগ্রাম -কক্সবাজারের মানুষের চোখে ঘুম অাসে না, ভয় অার অাতঙ্কে দিন কাঁটে উপকূলবাসীর। অপার সম্ভবনার বাংলাদেশ কে স্বনির্ভর রাষ্ট্র পরিণত করতে সবার অাগে উপকুল রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে অাসতে হবে।

মানববন্ধনে নাজিম উদ্দিন এ্যানেল বলেন,- অামরা চট্টগ্রাম থেকে ঢাকায় রসগোল্লা খেতে অাসিনি। উপকূলবাসীকে রক্ষার দাবী নিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী অাপনি স্বনির্ভর বাংলাদেশের উন্নয়ন অগ্রদূত অাপনার কাছে উপকূলবাসীর প্রাণের দাবী জানাতে এসেছি।
বাওসোর নগর সেক্রেটারি এইচ এম অামান উল্লাহ দৌলতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক দক্ষিন জেলা সভাপতি সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী, পটিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অাব্দর হাকিম রানা, ওসমান অালমদার, প্রচেষ্টা ফাউন্ডেশন সভাপতি মঈনউদ্দিন অাকবর মহিম, নিজাম অালমদার! অাবদুল্লাহ অাল অালিফ, ইউনুস অাল হাবিব, ফরিদুল অালম প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.