চন্দনাইশে অভ্যান্তরীণ সড়কগুলোতে মাটি কাঁদা : চলাচল ব্যাহত

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশের অভ্যান্তরীন সড়ক গুলোতে গতকাল রবিবার ২৯ এপ্রিলের সামান্য বৃষ্টিতে কাঁদা ময়লায় একাকার হয়ে যায়। ফলে গাড়ির গতিবেগ সর্বনিম্নে ছিল বলে জানিয়েছেন চালকেরা। বিশেষ করে চলতি মৌসুমে বিভিন্ন ফসলি জমি থেকে টপসয়েল তুলে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় সড়কে মাটি পড়ে। রবিবার বিকেলে সামান্য বৃষ্টি হওয়ার ফলে সড়কে জমা হওয়া মাটি কাঁদায় পরিণত হয়ে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়।

২৯ এপ্রিল বিকেলে টিপ টিপ বৃষ্টির কারণে চন্দনাইশের অভ্যান্তরীন সড়কগুলোর মধ্যে শহীদ মুরিদুল আলম সড়ক, বাগিচাহাট-বরমা সড়ক, বৈলতলী-বরমা সড়ক, পটিয়া-চামুদরিয়া সড়ক, দেওয়ানহাট-বৈলতলী সড়ক, দোহাজারী-লালুটিয়া, দোহাজারী-চাগাচর সড়ক, দোহাজারী-জামিজুরী সড়কসহ বিভিন্ন সড়ক বিকেলের হালকা বৃষ্টির কারণে জমাট হয়ে থাকা মাটিগুলো কাঁদায় পরিণত হয়।

ফলে এ সকল সড়কে যানবাহন চলাচলে গতি কমালেও বেশ কয়েকটি দূর্ঘটনা সংগঠিত হয়। তবে কোন ধরনের হতাহত হয়নি বলে জানা যায়। এ সকল সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়েছে। সড়কে যানবাহন চলাচলের সময় সড়কের পাশে থাকা সাধারণ মানুষ কাঁদা মাটিতে একাকার হয়েছে অনেকেই।

স্থানীয়দের অভিযোগ, চন্দনাইশের কয়েকটি সিন্ডিকেট উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে পুরো মৌসুমজুড়ে ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটা, বসতভিটা ভরাট করতে গিয়ে ট্রাকে মাটি পরিবহনের সময় বিভিন্ন সড়কে পড়ে। মৌসুমজুড়ে সড়কে পড়া মাটি জমাট বেঁধে থাকে। সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে এসকল মাটি কাঁদায় পরিণত হয়ে যানবাহন ও সাধারণ মানুষ চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এব্যাপারে স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। অন্যথায় ফসলি জমির টপসয়ের সাবাড় হওয়ার পাশাপাশি সড়কে দূর্ঘটনার সমূহ সম্ভাবনা বিরাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.