মির্জা ফখরুলের জামিনের মেয়াদ ৬ সপ্তাহ বাড়িয়েছেন

0

সিটিনিউজবিডি :  নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমপর্ণের মেয়াদ আরো ছয় সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

ফখরুলের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।

গত ২৩ আগস্ট আট সপ্তাহের আত্মসমপর্ণের মেয়াদ বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন করেন।

শুনানি শেষে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই মেয়াদ আরো ছয় সপ্তাহ বৃদ্ধি করেন।

গত ১৩ জুলাই আপিল বিভাগ ছয় সপ্তাহের জামিন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পল্টন থানার ওই তিন মামলায় জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন সর্বোচ্চ আদালত।

পরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান ফখরুল। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন জানান, উন্নত চিকিৎসার জন্য আপিল বিভাগ ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমর্পণের মেয়াদ ৬ সপ্তাহ বাড়িয়েছেন। একই সঙ্গে আদালত তাকে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে বলেছেন।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর আটক হন ফখরুল। ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের আদেশে জামিনে মুক্তি পান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.