প্রশ্ন ফাঁসের কারণে চট্টগ্রাম বোর্ডে ফল বিপর্যয়

0

সিটিনিউজ ডেস্ক::পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রভাবে এবার চট্টগ্রাম বিভাগে ফলাফল বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩.৯৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন শিক্ষার্থী।

(৬ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মো. তাওয়ারিক আলম জানান, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১০২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩৫ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সর্বোচ্চ ৩৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর সরকারি মুসলিম হাইস্কুল ৩২৬ এবং মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

এদিকে ফলাফল পাওয়ার পর উল্লাসে মেতে উঠেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.