অর্থপাচারের অভিযোগে তাবিথ আওয়ালকে দুদকের জিজ্ঞাসাবাদ

0

সিটি নিউজ ডেস্ক :: অর্থপাচারের অভিযোগে বিএনপি নেতা তাবিথ আওয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৮ মে) সকাল ১০টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয। দুদক উপপরিচালক শামসুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

গত ২৪ এপ্রিল অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য তাবিথ আউয়ালকে তলবের নোটিশ পাঠায় দুদক।

তাবিথ আউয়াল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তিনি ২০ দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাবিথ আউয়ালের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আগে দুদকে। পরে সংস্থাটি এর অনুসন্ধান শুরু করে।

এদিকে গত ২ এপ্রিল তাবিথ আউয়াল এবং বিএনপির জ্যেষ্ঠ সাত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তাবিথ আউয়াল ছাড়া যেসব জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তারা হলেন স্থায়ী কমিটির চার সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস; দুই ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খান; যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.