ডিবিতে যোগদান করেছেন বাবুল আক্তার

0

চট্টগ্রাম অফিস  :    নগর গোয়েন্দা পুলিশের এডিসি হিসেবে যোগদান করেছেন বাবুল আক্তার বর্তমানে দায়িত্বরত আছেন এস এম তানভির আরাফাত।  নগর গোয়েন্দা পুলিশে (ডিবি) আরও একটি অতিরিক্ত উপ-কমিশনারের (এডিসি) পদ সৃষ্টি করা হয়েছে।  আগে একজনের স্থলে এখন দু’জন এডিসি নগর গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালন করবেন।  তবে উপ-কমিশনার (ডিসি) একজনই থাকছেন।

সিএমপি’র হিসেবে চার জোনে বিভক্ত নগরীতে ডিবি’র উত্তর ও দক্ষিণ জোনে দায়িত্ব পালন করবেন বাবুল আক্তার।  আর পশ্চিম এবং বন্দর জোনে দায়িত্ব পালন করবেন এস এম তানভির আরাফাত।

সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল এই পদায়নের দাপ্তরিক নির্দেশ দিয়েছেন।  একইসঙ্গে সিএমপি কমিশনার তিনটি সহকারি কমিশনার (এসি) এবং চারটি পরিদর্শক পদেও রদবদল এনেছেন।

২৬ আগস্ট সিএমপিতে বাবুল আক্তার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হিসেবে যোগ দেন ।  ২০১৪ সালের ১৪ জুলাই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিয়ে দক্ষিণ সুদান গিয়েছিলেন চৌকস এই পুলিশ কর্মকর্তা।  চলতি বছরের ১৫ জুলাই তিনি দেশে ফেরেন।  পুলিশ সদরদপ্তরে যোগদানের পর বাবুল আক্তারকে  সিএমপিতে পাঠানো হয় ।

বাবুল আক্তার যুক্ত হওয়ার মধ্য দিয়ে ডিবি আর ও দক্ষ একটি ইউনিটে পরিণত হবে বলে মনে করছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.