মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৯

0

আন্তর্জাতিক ডেস্ক:: মিয়ানমারের শান প্রদেশে জাতিগত সশ্রস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, দেশটির সীমান্ত প্রদেশে তীব্র গোলাগুলি হয়েছে। গুলিতে ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

মানবাধিকার কর্মীরা জানান, মিয়ানমারের উত্তরাঞ্চলে চীন সীমান্তে এই ঘটনা ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গা সঙ্কট নিয়ে যখন পশ্চিমাঞ্চলের রাখাইন সীমান্তে আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে ঠিক তখনই এখানে এই ঘটনা ঘটল।

শনিবার তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)’র সঙ্গে বার্মিজ সেনাদের সংঘর্ষ হয়। দেশটির উত্তরাঞ্চলে এ রকম অনেকগুলো সশস্ত্র বিদ্রোহী সংগঠন রয়েছে।

টিএনএলএ’র মুখপাত্র মেজর মাই আইক কিয়াও জানান,শনিবার ভোর পাঁচটার দিকে শান প্রদেশের দুটি শহরের অন্তত তিনটি স্থানে সংঘর্ষ হয়। তার মধ্যে দুটি সামরিক ঘাঁটি ও লাশিও শহরে যাওয়ার পথে একটি সেতুর কাছে এই সংঘর্ষ বাধে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.