১৫ মে নির্বাচনী এলাকার সব ব্যাংক বন্ধ থাকবে

0

সিটি নিউজ ডেস্ক :: আগামী মঙ্গলবার (১৫ মে) চট্টগ্রাম, খুলনা, যশোর ও বগুড়াসহ দেশের ৯ জেলার নির্বাচনী এলাকায় আঞ্চলিক কার্যালয়সহ সংশ্লিষ্ট এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

রবিবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন ছাড়াও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন হবে।

একইভাবে এদিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়র পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম ইউপি নির্বাচন, ভোলার মুজিবনগর ইউপি নির্বাচন, ঝালকাঠি জেলার পোনা বালিয়া ইউপি নির্বাচন, যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন, গাইবান্ধার ফজলুপুর ইউপি নির্বাচন, মুন্সিগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে।

বাংলাদেশ ব্যাংকের আরেকটি প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা ১৫ মে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.