খুব শিগগিরই দেশে নির্বাচন : মওদুদ

0

সিটিনিউজবিডি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। তাদের অস্বস্তি দেখে বিএনপি মনে করছে খুব শিগগিরই দেশে নির্বাচন হবে।’

শেরেবাংলা নগরে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশে একদলীয় বাকশালী শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই গণতন্ত্র আজ হারিয়ে গেছে।’

তিনি বলেন, ‘বিএনপির আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরে আনা। গণতন্ত্র ফিরে আসবে।’
মওদুদ বলেন, ‘দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে, সেই রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবেন এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

বিএনপি ক্ষমতায় আসলে পুলিশ ও প্রশাসনকে স্বাধীনভাবে তাদের কাজ করার ক্ষমতা দেওয়া হবে বলে উল্লেখ করেন মওদুদ আহমদ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিস্থলে এসে পৌঁছান। সাড়ে ১১টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে আসার পর সমাধিতে নিজের ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের পর খালেদা জিয়া তার গাড়ি যোগে বাসার উদ্দেশে রওয়ানা হন। এরপর দীর্ঘ সময় বৃষ্টির মধ্যেই ভিজে দলের নেতাকর্মীরা সেখানে অপেক্ষা করতে থাকেন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বৃষ্টিতে ভিজেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গণমাধ্যম কর্মীরাও বৃষ্টিতে ভিজে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.