ব্লগার হত্যায় ৫ জনের ‍বিরুদ্ধে চার্জশিট দাখিল

0

সিটিনিউজবিডি : ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। এদের মধ্যে তিনজন গ্রেফতার করা হয়েছে এবং বাকী দু’জন পলাতক রয়েছেন।

ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।
মো. মনিরুল ইসলাম আরও বলেন, ‘গত ৩০ মার্চ সকালে হাতীরঝিল সংলগ্ন বেগুনবাড়ী এলাকায় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় গ্রেফতার জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম এবং পলাতক দুই আসামী হাসিব আব্দুল্লাহ ও আবু তাহের জুনায়েদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্লগে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার অভিযোগে ব্লগার ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার দিন পুলিশ-জনতা হাতে-নাতে দু’জনকে আটক করে। পরবর্তীকালে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। তাই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।’

ডিবির এডিসি সাইফুল ইসলাম জানান, পলাতক দুই আসামী দু’জন রাজধানীর দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করত, তাদের পড়ালেখা শেষ হয়নি। আব্দুল্লাহ ঢাকা কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে দ্বিতীয় বর্ষ পর্যন্ত এবং জুনায়েদ মিরপুর এলাকার কোনো একটি মাদ্রাসা থেকে দাওরা পর্যন্ত পড়েছে।’
গত ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে ব্লগার বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। বাবুকে হত্যার পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করা হয়। ওই সময় আবু তাহের পালিয়ে যায়। ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। আটকের সময় তাদের কাছথেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

বাবু হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে ওই রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন বাবুর ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.