‘দাম বাড়বে না’ বলার পরও বেড়েছে চিনি-ছোলার দাম

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ ডেস্ক :: পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে ছোলা ও চিনিসহ ভোগ্যপণ্য মজুদ রয়েছে। ‘দাম বাড়বে না’ বলে সরকার ও পাইকারি বিক্রেতাদের এ ঘোষণার এক সপ্তাহ পর আবারও বেড়েছে চিনি ও ছোলার দাম।

রমজানের আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন, এবার পর্যাপ্ত মজুদ থাকায় ভোগ্যপণ্যের সংকট হবে না। ফলে কোনো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। অথচ বাণিজ্যমন্ত্রীর এ আশ্বাসের পরও বেড়েছে চিনি ও ছোলার দাম।

রাজধানীর বাজারগুলোতে প্রতিকেজি ছোলার দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। আর প্রতিকেজি চিনির দাম বেড়েছে পাঁচ টাকা করে।

আজ শনিবার (১৯ মে) কমলাপুর, মতিঝিল এজিবিকলোনি, মালিবাগ, ফকিরাপুল, শান্তিনগর ও সেগুনবাগিচা, হাতিরপুল এলাকায় ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা। আর চিনি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

অথচ গত সপ্তাহে ছোলা প্রতিকেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। আর চিনি বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬৫ টাকায়। এসব বাজারে প্রতিকেজি অস্ট্রেলিয়ান ছোলা খুচরা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। আর মিয়ানমার থেকে আনা প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়।

ছোলার পাশাপাশি এসব বাজারে দেশের উৎপাদিত কেজিপ্রতি চিনি খোলা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা করে। আর খোলা সাদা কেজিপ্রতি চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়াও প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৬৩ থেকে ৬৫ টাকায়।

 

গত সপ্তাহে সাদা চিনি বিক্রি করেছি ৫৮ থেকে ৬০ টাকায়। দাম বাড়ার কারণ কি? জানতে চাইলে উত্তরে এক বিক্রেতা বলেন, রাস্তায় ব্যাপক জ্যাম। তাই আনাতে খরচ বেড়েছে। এজন্য একটু বেশি দামে বিক্রি করছি।

খুচরা বাজারে বেশি দাম নেওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফি বলেন, পাইকারি বাজারে প্রতিকেজি ছোলা ৫২ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। মিয়ানমারেরটা সর্বোচ্চ ৬০ থেকে ৬৩ টাকায়।

খুচরা বাজারে কত টাকায় বিক্রি করবে তা খুচরা বিক্রেতাদের বিষয়। তারা যদি বেশি দামে বিক্রি করে তা দেখার দায়িত্ব সরকারের।

এদিকে রোজায় দাম স্বাভাবিক রাখতে মতিঝিলে ৬০ টাকা দামে বিক্রি করছে চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআই)।

এছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিকেজি চিনি ৫৫ টাকায় ও কেজিপ্রতি ছোলা খোলা বাজারে বিক্রি করছে ৬৫ টাকায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.