ভেজাল ঘি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

0

নিজস্ব প্রতিবেদক:: নগরের খাতুনগঞ্জের আনন্দ মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ঘাওয়া ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ মে) রাতে অভিযানে চালিয়ে ভেজাল ঘাওয়া ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ ২ ভাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-পটিয়া উপজেলার জিরীর আব্দুল্লাহ সওদাগর বাড়ির মো. ইউনুছের ছেলে মো. কামাল উদ্দিন (২৮) ও মো. সাজ্জাদ হোসেন (১৯)।

নগর পুলিশের অতি উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরের খাতুনগঞ্জের আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়েছে। ডিবির পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানে গিয়ে ভেজাল ঘাওয়া ঘি, ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়।’

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভেজাল ঘাওয়া ঘি তৈরি করে কৌটাজাত করার কথা স্বীকার করেছে। তারা এসব ভেজাল ঘি তৈরি করে এম কে ঘোষাল বাঘাবাড়ি মিল্ক ফ্যাট প্রোডাক্টসের ঘাওয়া ঘি নামে বাজারজাত করে আসছিলো।’

তাদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.