চট্টগ্রামে গাড়ি থামিয়ে ৬০ লাখ টাকার পণ্য জব্দ

0

সিটি নিউজ ডেস্ক :: চট্টগ্রামে গাড়ি থামিয়ে প্রায় ৬০ লাখ টাকা পণ্যের দুটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রমাণ সাপেক্ষ কাগজপত্র না থাকায় চালান দুটি আটক করা হয়।

এর মধ্যে একটি আটক করা হয় চট্টগ্রামের রেল ক্রসিংয়ের অক্সিজেন মোড় থেকে। আরেকটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ভাটিয়ারি থেকে।

আজ বুধবার (২৩ মে) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম কাভার্ড ভ্যানটি কেডিএস গার্মেন্টস রেল ক্রসিংয়ের অক্সিজেন মোড় থেকে নিটেড ফেব্রিক্স (গেঞ্জির কাপড়) নিয়ে ফিরিংগি বাজার রোডে অবস্থিত বনলতা গার্মেন্টসে যাচ্ছিল। অন্য কাভার্ড ভ্যানটি মেসার্স সাদ মুসা গার্মেন্টস হতে পণ্য ঢাকার ইসলামপুরে নিয়ে যাচ্ছিলো। দুই কাভার্ড ভ্যানের চালকই পণ্য সংশ্লিষ্ট দলিলাদি দেখাতে ব্যর্থ হয়। পরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা কাভার্ড ভ্যান দুটি আটক করেন।

ড. মো: সহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা ও কাভার্ড ভ্যান চালকের উপস্থিতিতে ইনভেন্ট্রি করে প্রথমটিতে মোট ২ হাজার ২৭২ কেজি নিটেড ফেব্রিক্স(গেঞ্জির কাপড়) পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক ৫ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা। যার মোট শুল্ককরের পরিমাণ আনুমানিক ৫ লাখ ১৯ হাজার ১৬৫ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানটির মোট আনুমানিক  মূল্য ১০ লাখ ৯৯ হাজার ৭৪১ টাকা।

দ্বিতীয়টিতে মোট ১০ হাজার ১১৩ কেজি বেডশিট পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য আনুমানিক মূল্য ২৫ লাখ ৮৪ হাজার ৪২২ টাকা এবং শুল্ককরের পরিমাণ আনুমানিক ২৩ লাখ ১১ হাজার ৫৭ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানটির মোট আনুমানিক মূল্য ৪৮ হাজার ৯৫ হাজার ৪৭৯ টাকা। এ হিসেবে চালান দুটির  শুল্ককরসহ আনুমানিক  মোট মূল্য ৫৯ লাখ ৯৫ হাজার ২২১ টাকা।

এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই মহাপরিচালক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.