নির্বাচনকে সামনে রেখে স্বৈরাচারী সরকার নীল নকশা নিয়ে এগুচ্ছে

0

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের বাসায় গত বৃহস্পতিবার ২৪মে দুপুরে গোয়েন্দা পুলিশের তল্লাশির নামে অহেতুক হয়রানি ও পরিবারের লোকজনের সাথে দুব্যবহার করে। এ ঘটনার প্রতিবাদে ২৫ মে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে গভীর নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান জালিম সরকার নিরহ বিএনপি নেতাদের উপর তাদের পুলিশি বাহিনীকে লেলিয়ে দিয়েছে। তারা পুলিশকে ব্যবহার করে জনগনকে হয়রানি করছে। ক্ষমতা আগলে রাখতে তারা পুলিশের পেশি শক্তিকে ব্যবহার করছে। অচিরেই এ জালিম সরকারের পতন ঘটাতে হবে। জনগণকে ঐক্যবদ্ধভাবে জালিম সরকারের কর্মকা- প্রতিহত করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচনকে সামনে রেখে স্বৈরাচারী সরকার বিভিন্ন নীল নকশা নিয়ে এগুচ্ছে। প্রথমে বিএনপির মাঠ পর্যায়ের সাহসী নেতাদের কারারুদ্ধ, হত্যা, গুমসহ নানান এজেন্ডা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের বাসায় তল্লাশি করে। তাকে না পেয়ে বাসায় হামলা ও পরিবারের সদস্যদের নাজেহাল করে। দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে রোধ করতে পরিকল্পিতভাবে পুলিশ বাহিনী এসব কর্মকা- পরিচালনা করছে।

নেতৃবৃন্দ এ ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ ধরনের ঘটনা থেকে প্রশাসনকে বিরত থাকার আহবান জানান।

যৌথ বিবৃতিদাতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবির, গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শহাদাত হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, দক্ষিন জেলা বিএনপির সহ সভাপাত এনামুল হক এনাম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাধারণ সম্পাদক এসকে খোকা তোতন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, জাসস সভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, মুক্তিযোদ্ধ দলের সভাপতি হাজী হোসেন আহমদ, সাধারণ সম্পাদক ডা.সাদেক হোসেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.