ওয়াহিদুল আলমের ইন্তেকালে বিএনপির শোক

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  হাটহাজারীর কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলম (৭৪) আজ ২৭ মে রবিবার রাত সাড়ে ৭টায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিষ্টার শাকিলা ফারজানা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবির, গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাধারণ সম্পাদক এস.কে. খোদা তোতন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, জাসাস সভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী হোসেন আহমদ, সাধারণ সম্পাদক ডা. সাদেক হোসেন।

নেতৃবৃন্দ বলেন, ‘‘আমরা শোকার্ত ও বেদনাহত চিত্তে সৈয়দ ওয়াহিদুল আলমকে চিরবিদায় জানাচ্ছি। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, বিএনপি পরিবার এবং আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী ও সহযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল আলমের ইন্তেকালের দুঃসংবাদ আমাদের কাছে অকল্পনীয়। সৈয়দ ওয়াহিদুল আলম দ্রুত সু:স্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এমন প্রার্থনার মধ্যেই তাঁর মৃত্যুসংবাদে আমরা সবাই হতাশ। এ বেদনা ও শোকের পরিমাপ নেই। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ-জাতির প্রতিটি প্রয়োজনের মুহূর্তে তিনি অসিম সাহস ও দেশপ্রেমে দীপ্ত হয়ে রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। জাতীয় জীবনে বর্তমান ক্রান্তির এ সময়ে তাঁকে যখন খুব দরকার, সে সময় তিনি চিরতরে চলে গেলেন।

আমরা সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি। সৈয়দ ওয়াহিদুল আলমের জানাযার নামাজ আগামীকাল ২৮ মে সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১ম জানাযা, দুপুর সাড়ে ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২য় জানাযা, বাদ আছর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ সংলগ্ন মাঠে ৩য় জানাযা, পরদিন ২৯ মে মঙ্গলবার সকাল ১১টায় হাটহাজারী সদর কলেজ মাঠে ৪র্থ জানাযা, বাদ জোহর লালিয়ারহাট মসজিদে ৫ম জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.