বিত্তশালীদেরকে অসহায়, দু:স্থদের পাশে দাঁড়াতে হবে

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: জেবি গ্রুপের চেয়ারম্যান সাকিরা নূর চৌধুরী বলেছেন, দেশের আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের যে কোন দুযোর্গ ছাড়াও অসহায়, দু:স্থ মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তশালীদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, রমজানের রোজা পালন ও সুন্দর ভাবে ঈদের আনন্দ উদযাপনে অবহেলিত, বি ত মানুষের দু:খ, র্দুদশা লাঘব করতে হবে।

অদ্য সকাল ১০টা থেকে বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডে প্রায় সাড়ে নয়শ দু:স্থ, গরীব পরিবারের মাঝে সেহেরি, ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরন করার সময় সাকিরা নূর চৌধুরী উপরোক্ত কথা বলেন।

জেবি গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম জোবাইয়ের স্মরনে তার সহধর্মিনী জেবি গ্রুপের চেয়ারম্যান সাকিরা নুর চৌধুরী প্রতিবছরের ন্যায় এ বছরও এ কর্মসূচী অব্যাহত রেখেছে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাকী, ইঞ্জিনিয়ার এ এম সাইফুল্লাহ চৌধুরী, সাহেদুর রহমান, এ এম সুফিয়ান চৌধুরী, তানজিনা আহমেদ তন্বী, জানে আলম, ফাহিম শাহরিয়ার, ফাহমিদ শাহরিয়ার, জিয়াউর রহমান, নাইমুর রহমান সাজিদ, জুনায়েদ জেমস, আবুল কালাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.